ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশের দুই আম্পায়ার

আজ শনিবার (২৭ আগস্ট) মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। এই প্রতিযোগীতার দ্বিতীয় ম্যাচে আজ রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর সে ম্যাচেই আম্পায়ারিংয়ে থাকবেন বাংলাদেশি দুইজন। আগামীকাল রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। দুই দল যখন মাঠে লড়বে তখন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে বাংলাদেশি মাসুদুর রহমান মুকুলকে।

এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন আরও একজন বাংলাদেশি। গাজী সোহেল মাঠে ওপারে থেকে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন ম্যাচটিতে। ক্যারিয়ারে এক পর্যন্ত ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন মাসুদুর রহমান মুকুল। যার মধ্যে ৪১টি ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *