দেড় যুগের বর্ণিল ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছুই অর্জন করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পায়ের শৈল্পিক কারুকাজে প্রতিপক্ষ খেলোয়াড়দের যেমন ম্যাচের পর ম্যাচ বিভ্রমে ফেলছেন,তেমনিই গোলের পর গোল করে ও করিয়ে ধীরে ধীরে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ফুটবল গ্রেট। লিওনেল মেসি এখন মাঠে নামলেই মাইলফলক ছুঁয়ে ফেলেন।
গতকাল তার ঝলমলে পারফরম্যান্সে টানা দুই ম্যাচ হারের পর নিসের বিপক্ষে ২-০ গোলের স্বস্তির জয় পেয়েছিল পিএসজি। এর মধ্যে প্রথম গোলটি এসেছে মেসির পা থেকে।ইউরোপের ক্লাব ফুটবলে যেটি মেসির ৭০২তম গোল।এই গোলে মেসির রেকর্ডের মুকুটে যুক্ত হল নতুন পালক। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় এখন মেসি। বার্সেলোনার সাবেক এই তারকার গোলসংখ্যা এখন ৭০২। গোলগুলো মেসি করেছেন ৮৪৬ ম্যাচ খেলে।
আর এই মাইলফলক স্পর্শ করার পথে তিনি একটি রেকর্ডে ছাড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকা রোনালদোর ইউরোপের ফুটবলে গোলসংখ্যা ৭০১। গোলগুলো করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ। ইউরোপ ফুটবলকে বিদায় জানিয়ে সউদী আরবের ক্লাব আল নাসেরে যোগ দেওয়ায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই রোনালদোর সামনে। ছুঁয়েছেন। নিসের বিপক্ষে মাঠে নামার আগপর্যন্ত ক্লাব ফুটবলে মেসির গোলে অবদানের সংখ্যা ছিল ৯৯৮। কাল নিজে গোল করে প্রথমে সেটিকে ৯৯৯ নিয়ে যাওয়ার পর রামোসকে দিয়ে এক গোল করিয়ে স্পর্শ করেছেন ১০০০ গোলে অবদান রাখার মাইলফলক। নিস ম্যাচ শেষে ক্লাবের হয়ে মেসির গোলসংখ্যা ৭০২ এবং অ্যাসিস্ট ২৯৮টি। সূত্র: ইনকিলাব