ফিনল্যান্ড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হবে। ফিনিশ রাষ্ট্রপতির কার্যালয় এই জানিয়েছে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) আমরা ফিনল্যান্ডকে ন্যাটোর ৩১তম সদস্য হিসেবে স্বাগত জানাব।
রাশিয়ার সেনাদের ইউক্রেনে আক্রমণ দেখে, বহু দশকের নিরপেক্ষ অবস্থানের ইতি টানার সিদ্ধান্ত নেয় ফিনল্যান্ড ও সুইডেন। দুই দেশ ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করে। নতুন কোনো দেশের জোটে যোগ দিতে হলে ন্যাটোর ৩০টি সদস্য দেশ সবার অনুমোদন দরকার হয়। তবে তুরস্কের নেতারা সুইডেন-ফিনল্যান্ড নিয়ে আপত্তি তোলেন।
তারা বলেন, ফিনল্যান্ড ও সুইডেন উভয় দেশই সন্ত্রাসবাদ সম্পর্কে নরম মনোভাব, তাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে এসেছে। কয়েক মাস তর্ক-বিতর্কের পর গত সপ্তাহে তুরস্ক ফিনল্যান্ডের যোগদানের ব্যাপারে আপত্তি প্রত্যাহার করে নেয়। বৃহস্পতিবার তুরস্কের আইন প্রণেতারা ন্যাটোতে ফিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আর সব সদস্য দেশের সাথে যোগ দেয়।