দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর সদর সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর হাতে এই পবিত্র গ্রন্থ আল-কোরআন তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল,
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শারমিন আক্তার পলি, শুভসংঘের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কালের কণ্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি ও দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সিংগা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসানুজ্জামান, মোস্তাক আহম্মেদ, হাবিবুর রহমান, শিক্ষিকা নূরুনেছা,জোসনা খাতুন, জান্নাতুন ফেরদৌস, শিরিনা পারভিন, ইশরাত জাহান, রুমা পারভীন, অরুনিমা খন্দকার, তারজিন্নাহার প্রমুখ।