আরডিএ’তে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে পালন করা হয়েছে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে আরডিএ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বঙ্গবন্ধু কর্ণার সংলগ্ন জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন আরডিএ’র কর্মকর্তা-কর্মচারিরা। পৃথকভাবে কর্মচারী লীগের পক্ষ থেকেও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

প্রদ্ধা শেষে বঙ্গবন্ধু তার পরিবার ও জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উপস্থিত ছিলেন আরডিএ’র চেয়ারম্যান জিয়াউল হক, অথরাইজড আবুল কালাম আজাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ্, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, নগর পরিকল্পক আজমেরী আশরাফী, সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান, সহকারী টাউন প্ল্যানার রাহেনুল ইসলাম রনী, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মতিন, এস্টেট অফিসার বদরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ মাকসুদুল আহসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *