বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য আবারও হাসপাতালে নেওয়া হবে। আজ সোমবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেছেন, ‘ম্যাডাম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বিকাল ৩টার দিকে হাসপাতালে নেওয়া হবে।’
এর আগে তাকে গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। এরপর ১৬ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।