বিপিএল মাতাতে সন্ধ্যায় মাঠে নামবে নারিন-রাসেল

বিপিএলে প্লে-অফ পর্ব প্রায় চলে এসেছে। তার আগে দলগুলো তাদের শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। এই মিশনে সবার চেয়ে এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়ন কুমিল্লার হয়ে খেলতে এরই মধ্যে চলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। দুজনই গতকাল (সোমবার) রাতে ঢাকায় পা রেখেছেন, এরপর টিম হোটেলে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

আজ বিপিএল মাতাতে সন্ধ্যায় মাঠে নামবে নারিন-রাসেল ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেই দেখা যেতে পারে তাদের। জানা গেছে, এই দুই ক্যারিবীয় টুর্নামেন্টের শেষ পর্যন্ত থাকবেন। দল ফাইনাল খেললে তাতেও অংশ নেবেন। এদিকে ইংলিশ অলরাউন্ডার মঈন আলির সঙ্গেও কথাবার্তা চলছে কুমিল্লার। তবে এখনও তার আসা শতভাগ নিশ্চিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *