পুলকের প্রজেক্টে আঁখি আলমগীরের গান

এ প্রজন্মের সংগীতশিল্পী পুলক অধিকারী তার নিজের ইউটিউব চ্যানেলের জন্য একশ মৌলিক গানের একটি প্রজেক্টের কাজ শুরু করেছেন। এ প্রজেক্টে নিজের কণ্ঠের পাশাপাশি দেশের প্রতিষ্ঠিত ও নতুনদের গানও প্রকাশ হবে বলে জানিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের কণ্ঠে একটি নতুন গান ধারণ করেছেন তিনি। গানের শিরোনাম ‘প্রেম ব্যাপারী’। এর কথা লিখেছেন ও সুর করেছেন পুলক নিজেই।

সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। শিগ্গির গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে ইউটিউবে প্রকাশ হবে। গানটিতে পুলক নিজেও কণ্ঠ দিয়েছেন। এ গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘পুলক এবং আকাশ দুজনই ভীষণ মেধাবী। পুলক মূলত সুফি ঘরানার গান বেশি করে। এ গানটি যদিও আধুনিক গান, কিন্তু মেলোডির বাইরে নয়। আমি সাধারণত দ্বৈত গান করি না। কিন্তু এ গানটি অতিরিক্ত সুন্দর বলেই গেয়েছি।

আর পুলকের ভয়েজ ডেলিভারি এমন ছিল যে সিনেমার হিরোদের জন্য গান গাইতে গেলে যেমন এক্সপ্রেসন দিতে হয় শিল্পীকে, ঠিক তেমন। গানটি প্রকাশের অপেক্ষায় আছি।’ পুলক বলেন, ‘আমার জীবনের অন্যতম প্রিয় একজন মানুষ শ্রদ্ধেয় আঁখি আপা। এত প্রাণোচ্ছল মানুষ আমি জীবনে কমই দেখেছি। তিনি প্রথমবার আমার লেখা ও সুরে গান গেয়েছেন-এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। বলা যেতে পারে এটাও এক ধরনের অর্জন।

ইচ্ছা আছে তাকে নিয়ে আরও কাজ করার। আশা করছি এ গানটি শ্রোতাদের মন কাড়বে।’ এদিকে আঁখি আলমগীর বর্তমানে নতুন কিছু গান নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। পাশাপাশি তার স্টেজ প্রোগ্রামের ব্যস্ততা রয়েছে। দেশ-বিদেশে নিয়মিত স্টেজে গাইছেন। অন্যদিকে পুলকও তার এ একশ গানের প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে ‘চল যাই’ ও ‘বাবা’ শিরোনামের দুটি গান প্রকাশও করেছেন। শিগ্গির আরও নতুন কিছু গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *