জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরীতে এক নবদম্পত্তি সংবাদ সম্মেলন করে নিজেদের বিয়ের খবর জানিয়েছেন। সেই সাথে বিয়ের প্রমাণপত্র দেখিয়েছেন। এর আগে প্রেমিকা রাতে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছেন। তারপর বিয়ে করেছেন। বুধবার সকালে রাজশাহী নগরীর আসাম কলোনী এলাকায় এই সংবাদ সম্মেলন করা হয়। নববধূর নাম ফাতেমা তাবাসসুম খান (২১)। তার বাড়ি রাজশাহী নগরীর রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়। স্বামীর নাম ফজলেরাব্বী (২৬)। রাব্বীর বাড়িও রামচন্দ্রপুর বৌবাজার এলাকায়।
সংবাদ সম্মেলনে ফাতেমা সাংবাদিকদের জানিয়েছেন, স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসে পছন্দের মানুষকে বিয়ে করেছেন তিনি। কেউ তাঁকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসেনি। ফাতেমা বলেন, ‘আমি স্বেচ্ছায় বাড়ি থেকে এসেছি। এখন শুনছি আমার পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের মামলা করা হচ্ছে। আমি জানিয়ে দিচ্ছি, আমাকে কেউ অপহরণ করেনি। আর এ বিষয় নিয়ে অপহরণ নাটক না সাজানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেন ফাতেমা। তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে তাঁর উপরে নানাবিধ নির্যাতন চালানো হতো।
রাব্বী বলেন, এখন ফাতেমার পরিবার থেকে হয়তো অপহরণের মামলা করা হবে। পুলিশ আমাকে গ্রেপ্তার করবে। জেল খাটতে হবে। এর সবই জানি। সবকিছুর জন্য মানসিক প্রস্তুতি রাখছি। আর আস্থা রাখছি ফাতেমার ওপর। প্রাপ্ত বয়স্ক হিসেবে ফাতেমা স্বেচ্ছায়বাড়ি থেকে এসে আমাকে বিয়ে করেছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাতেই ফাতেমার পরিবার বিষয়টি পুলিশকে জানিয়েছে। তারা অপহরণের অভিযোগ আনছে। এ ব্যাপাওে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা দিতে এলে নিতে হবে। আবার একজন প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ইচ্ছায় যে কোন সিদ্ধান্ত নিতে পারে। সবকিছুই আইনগত ভাবেই দেখা হবে।