দুবাইয়ের বুর্জ খলিফায় মুগ্ধতা ছড়ালেন মিম

মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। মিম যেখানেই যান, সেখানের ভ্রমণের ছবি প্রকাশ করেন তার সোশ্যাল মিডিয়ায়। এরই ধারাবাহিকতায় মিম তার এবারের দুবাই ভ্রমণের ছবি প্রকাশ করে যাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি দুবাইয়ের বুর্জ খলিফা দর্শনে গেছেন। গতকাল রোববার সন্ধ্যায় তিনি এ ছবি প্রকাশ করেছেন। ছবি দেখে বোঝা যাচ্ছে তিনি বুর্জআল খলিফা দেখে ভীষণ মুগ্ধ।

jagonews24

বুর্জআল খলিফার নান্দনিকতা দেখে আনন্দিত মিম। ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মীম সবার নজরে আসেন। এরপর ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এর পাশাপাশি মীম ছোটপর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন। বিদ্যা সিনহা মীম ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহী জেলার বাঘা উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *