বিপিএল: আজ মাশরাফির মুখোমুখি হচ্ছে সাকিব

নানা অনিয়ম আর সমালোচনার পরও সময় থেমে নেই। যথা নিয়মে শুক্রবার শুরু হয়ে গেছে এবারের বিপিএল। প্রথম দিনের দুটি ম্যাচই বিপিএল জমিয়ে তোলার ইঙ্গিত দিলো। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে শুরু করেছে মাশরাফির সিলেট। দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দিয়েছে নুরুর হাসান সোহানের রংপুর রাইডার্স।

দ্বিতীয় দিন বিপিএল আরও বড় এক চমক নিয়ে হাজির হচ্ছে। আজই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের দুই সেরা ক্রিকেট ব্যক্তিত্ব এবং সেরা ক্রিকেটার। মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। ফরচুনের অধিনায়ক সাকিব আল হাসান এবং সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই সেরা ক্রিকেটার যখন একসঙ্গে টস করতে নামবেন, সেটা হবে দারুণ এক দৃশ্য।

এবারের বিপিএলে নিঃসন্দেহে দুটি সেরা দল ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সিলেট দলে এবার রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, তরুণ পেসার রেজাউর রহমান রাজা, তানজিব হাসান সাকিব, শরিফুল্লাহ, জাকির হাসানের মত ক্রিকেটাররা। বিদেশি কালেকশনও বেশ ভালো। মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লদের মত কার্যকরী পারফরমার। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের কার্যকরিতা প্রমাণ করেছেন তারা।

অন্যদিকে ফরচুন বরিশালে সাকিবের নেতৃত্বেও রয়েছে একঝাঁক তারকা ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসানদের মত ক্রিকেটাররা। বিদেশী সংগ্রহও রয়েছে দারুণ। রাহকিম কর্নওয়াল, চতুরঙ্গ ডি সিলভা, হায়দার আলি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নাভিন-উল হক, কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামসের মত ক্রিকেটাররা। সুতরাং, আজ সন্ধ্যায় যে বিপিএলে একটি মেগা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *