জিল্লুর রহমান জয়: রাজশাহী নগরীর লক্ষীপুর গভ: ল্যাবরেটরি স্কুল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাইন্স কার্নিভার এবং পিঠা উৎসব মেলা। বৃহস্পতিবার বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার স্পন্সার হিসাবে রয়েছে নগরীর স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। মুলত আমরা ‘রাজশাহীর উদ্যোক্তা’ গ্রুপের উদ্যোক্তাদের সমন্বয়ে এ মেলা চলছে।
সাইন্স কার্নিভার এবং পিঠা মেলায় ১৪ টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে খাবার ও পোশাক। তারমধ্যে ১০টি বিভিন্ন ধরনের খাবার ও চারটি বিভিন্ন ধরনের পোষাকের স্টল সবানো হয়েছে। মেলা চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে। মেলার প্রথম দিনই দর্শনার্থী সংখ্যা ছিল চোখে পড়ার মত।
মেলার সপ্তরং বুটিকস স্টলের ব্যবস্থাপনা পরিচালক রুমানা আক্তার জুঁই জানান, প্রথম দিন লোকজন শুধু মেলা ঘুরে দেখছেন। স্টলের পণ্য দেখছেন। মান যাচাই করছেন। প্রথম দিন মেলায় তেমন একটা বেচা-বিক্রি হয়নি। পিকলেক আচার স্টলের প্রিয়তি জানান, মেলার আমার স্টলে মিঠা, আচারসহ ১০টি খাবার পুন্য দিয়ে সাজানো হয়েছে। আচার রয়েছে ১১ ধরনের।
মেলার স্পন্সার আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি বলেন, মূলত উদ্যোক্তাদের নিয়ে এই মেলা। এক দিকে এ মেলা উদ্যোক্তাদের পরিচিতি বাড়াবে, অন্যদিকে উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যের ব্যাপারেও লোকজন জানতে পারবে।