বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অধ্যায়ের নাম নায়করাজ রাজ্জাক। তার চলে যাওয়ার পাঁচ বছর পূর্ণ হয়েছে রোববার (২১ আগস্ট)। প্রয়াত কিংবদন্তি এই অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।রাজ্জাকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই।
নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিপুণ আরো লেখেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আমাদের পরম শ্রদ্ধেয় পিতৃ প্রতিম অভিভাবক নায়করাজ রাজ্জাক আংকেলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে কীর্তিমান কালপুরুষ ওপারে ভালো থাকুন, পরম প্রভুর চিরশান্তির ছায়াতলে। ’
রাজ্জাকের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করার সুযোগ হয়েছিল নিপুণের। এরমধ্যে ‘জমিদার বাড়ীর মেয়ে’, ‘পিতার আসন’, ‘মা বড় না বউ বড়’ ও ‘বাপ বড় না শ্বশুর বড়’ ইত্যাদি। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান নায়করাজ রাজ্জাক। তাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ঢালিউড।
” মুকুটটা তো পড়ে আছে- রাজাই শুধু নেই”।
রাস্ট্রের সর্বোচ্চ সম্মাননা- ” স্বাধীনতা পদক” প্রাপ্ত বরেণ্য অভিনেতা – আমাদের পরম শ্রদ্ধেয় – পিতৃ প্রতিম অভিভাবক – নায়করাজ রাজ্জাক আংকেলের প্রয়ান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে- কীর্তিমান কালপুরুষ – ওপাড়ে ভালো থাকুন- পরম প্রভুর চির শান্তির ছায়াতলে।