জিতের সাথে আবারও মিম

কলকাতার তুমুল জনপ্রিয় নায়ক জিতের নায়িকা হয়ে আবারও ভক্তদের সামনে আসছেন বাংলাদেশের নতুন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তাদেরকে ‘মানুষ’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘মানুষ’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমার গল্পও লিখেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

গত ৩০ নভেম্বর জিতের জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করা হয়। মিম শুটিংয়ে অংশ নিতে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে কলকাতায় এর শুটিং শুরু হবে। মানুষ সিনেমায় নিজের চরিত্র নিয়ে মিম বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম মন্দিরা। একজন পুলিশ অফিসার।

আগে পরাণ-এর অনন্যা, দামাল-এর হোসনা চরিত্রের যেমন ভিন্নতা আছে, ঠিক একইভাবে এখানে মন্দিরা চরিত্রে ভিন্নতা পাবেন দর্শকরা।’ উল্লেখ্য, এর আগে মিম কলকাতার ‘সুলতান-দ্য সেভিয়ার’ নামের একটি সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিলেন। জিৎ ও মিম ছাড়াও এতে আরও অভিনয় করছেন সুস্মিতা চ্যাটার্জি, জিতু কমলসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *