একাদ্বশ শ্রেণিতে ভর্তি : প্রেমেন্ট জটিলতায় ভোগান্তিতে শিক্ষার্থীরা

জিল্লুর রহমান জয় : আজ বৃহস্পতিবার ৮ ডিসেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয় এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম। এবার আর এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। আবেদন করা যাবে শুধুই অনলাইনে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে ১ম পর্যায়ে ইন্টারনেট এর মাধ্যমে আবেদনপত্র দাখিল করা যাবে।

আবেদন ফি

এর মাধ্যমে জমা দেওয়া যাবে। কিন্তু আজ বৃহস্পতিবার ০৮ ডিসেম্বর প্রথম দিনেই সকাল থেকে প্রেমেন্ট জটিলতার কারণে ভোগান্তিতে পরতে হচ্ছে শিক্ষার্থীদের। রাজশাহীতে এমনটি লক্ষ করা হয় আজ সকাল থেকে। নগদ মার্কেটিং ম্যানেজার মারুফ হোসেন জানান সার্ভার জটিলতার কারণে এমন ভোগান্তিতে পরতে হচ্ছে শিক্ষার্থীদের। একাদ্বশ শ্রেণিতে আবেদন করতে আসা শিক্ষার্থী  জান্নাতুন জানান আমি সকাল সকাল এসেছি আবেদন করার জন্য কিন্তু প্রায় ৪ ঘন্টা বসে থেকেও প্রেমেন্ট করতে পারছি না।  ঐ শিক্ষার্থী আরো জানান শিক্ষামন্ত্রণালয় ও প্রেমেন্ট এজেন্সিদের এসব বিষয়ে আগে থেকেই সতর্ক থাকতে হবে যাতে করে শিক্ষার্থীদের এমন ভোগান্তিতে পরতে না হয়। এতে করে আমাদের মানুষিকতা অনেকটা দুর্বল হয়ে পরে, চিন্তায় থাকি আবেদন করতে পারবো কিনা সে বিষয় নিয়ে।

শিক্ষামন্ত্রণালয় যাতে করে শিক্ষার্থীদের কেউ বাদ না পরে সেই লক্ষ্যে এক সপ্তাহ পর পর ৩টি ধাপে শিক্ষার্থীদের কাছে আবেদন নেয়া হবে। অনলাইন আবেদন শেষে ফলাফল প্রতিটি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার সঙ্গে নির্বাচিত আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। অনলাইনে বা সরাসরি কলেজে গিয়ে ভর্তির জন্য নিশ্চয়ন করার সুযোগ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *