রাজশাহীসহ বিভিন্ন স্থানে জেল হত্যা দিবস পালন

জিল্লুর রহমান জয় : রাজশাহীসহ বিভিন্ন স্থানে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার এ দিবসটি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত। রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতীয় চার নেতা দেশের জন্য জীবন দিয়ে গেছেন কিন্তু তাঁরা অন্যায়ের কাছে মাথা নত করেননি, অন্যায়ের সঙ্গে আপস করেননি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে জেল হত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাসিক মেয়র এসব কথা বলেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর দুলাল চন্দ্র বিশ^াস। রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাবির কোষাধ্যক্ষ প্রফেসর মো: অবায়দুর রহমান প্রামাণিক, উপ উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষকÑশিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন ।

দিবসটি যথাযোগ্য মার্যাদার সাথে পালন উপলক্ষ্যে নগরীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, কোরআন খতম, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, মানবভোজ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রাকাব: ৩ নভেম্বর ২০২২ তারিখ সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহী এর উদ্যোগে ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। নির্বাহীগণের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম এবং মহাব্যবস্থাপক, প্রশাসন (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ রাকাব প্রধান কার্যালয়; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনষ্টিটিউট; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীগণ; জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); রাকাব বঙ্গবন্ধু পরিষদ; রাকাব অফিসার্স এসোসিয়েশন এবং রাকাব অফিসার্স ফোরাম এর নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ: নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়ছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যাগে আজ (বহস্পতিবার) সকালে জেলা আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকাসহ ও সংগঠনর পতাকা উত্তালন করা হয়। পরে একটি শোক মিছিল বের হয়ে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক শরিফুল আলমসহ অন্যরা। আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যড. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ। ছিলেন।

নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোল যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় নাচোল উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলা ও পৌর আওয়ামীলগ এবং অংগসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে মিলিত হয়।

উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান বুলেটের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের প্যানেল চেয়াম্যান-১(ভারপ্রাপ্ত) জান্নাতুন নাইম মুন্নী, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, প্রবীন আ’লীগ নেতা আলহাজ¦ তরিকুল আলম(সুইডেন হাজী), পৌর আ’লীগ সহ-সভাপতি মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রভাষক অজিজুর রহমান।

বাগমারা: রাজশাহীর বাগামরায় আওয়ামী লীগের নানা আয়োজনে পৃথক পৃথক জেল হত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।

দুর্গাপুর: গভীর শোক আর বিনম্র শ্রদ্ধায় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ করছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংঙ্গ সংগঠণের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে জাতীর চার নেতার স্মরণে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু,কিসমত গনকৈড় ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম,পানাগর ইউনিয়ন চেয়ারম্যান আজহার আলী খাঁ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য প্রভাষক আমিনুল হক টুলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *