বাগমারায় কলেজ সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে “আগামী দিনের নেতৃত্ব” শীর্ষক সেমিনার।  শনিবার মাড়িয়া মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কলেজ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাড়িয়া মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী-৪ আসনের সাংসদ ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রভাষক আশরাফুল ইসলাম বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক। অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *