রাজশাহীতে যুবকের লাশ উদ্ধার

জিল্লুর রহমান জয়: রাজশাহীতে ওয়ার্ড কাউন্সিলরের সালিশে মনক্ষুন্ন হয়ে আত্মহত্যা করেছেন ইয়ামিন (২৩) নামের এক যুবক। পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে। ইয়ামিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার বাবুর ছেলে। তবে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার জানান, তিনি ওই যুবকের কোনো সালিশ করেননি। এমন কি তার পক্ষে-বিপক্ষে কোনো সালিশের আবেদনও তার কাছে আসেনি। পরিবার কেনো তার নামে এমন অভিযোগ করছে, সেটি তার বোধগম্য হচ্ছে না।

ইয়ামিনের পিতা বাবু জানান, ইয়ামিন সম্প্রতি পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছে। এ নিয়ে ইয়ামিনের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে সালিশে বসেন। পরিবারের দাবি, সেই সালিশে পক্ষপাতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আর এতেই মনক্ষুন্ন হয়ে ইয়ামিন আত্মহত্যা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামিন আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *