কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে কমপক্ষে পাঁচ দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা অভিযোগ করেছেন যে, রাশিয়া কামিজেক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। খবর বিবিসির। মেয়র ভাইতালি ক্লিৎসচকো বলেন, মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি শহরের বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই রাজধানী কিয়েভসহ বেশ কিছু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসব হামলায় ১৯ জন প্রাণ হারায়।

সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে পাঁচ দফা বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে দুটি বিস্ফোরণ ঘটেছে শহরের কেন্দ্রে। পুরো এলাকায় সাইরেন বাজার শব্দ শোনা গেছে। টেলিগ্রামের এক পোস্টে মেয়র ভাইতালি ক্লিৎসচকো জানান, শেভচেনকিভস্কি জেলায় কয়েক দফা বিস্ফোরণ ঘটেছে। ওই একই এলাকায় গত সপ্তাহেও বেশ কয়েক বার হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণের কারণে আগুন ধরে গেছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসব হামলা ঠেকাতে রাশিয়ার আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। ক্রিমিয়া এবং রাশিয়াকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই গত সপ্তাহে ইউক্রেন জুড়ে পাল্টা হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত প্রথমবারের মতো কিয়েভের কেন্দ্রে সরাসরি হামলা চালালো রুশ বাহিনী। তবে চলতি সপ্তাহের শুরুতে পুতিন বলেছেন, ইউক্রেনে বড় ধরনের হামলার আর প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *