সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনাগত সন্তানের নামও ঠিক করে রেখেছেন। অভিনয় থেকে দূরে থাকা মাহি ও তার স্বামী রাকিব সরকারের পৃথিবী এখন তাদের অনাগত সন্তানকে ঘিরেই। অপেক্ষার এ সময়টাতে মাহি মাঝেমধ্যেই ঢুঁ মারেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বুধবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহিয়া মাহি। সেখানে তিনি একটি ইচ্ছার কথা ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা ব্যক্ত করেছেন এ চিত্রনায়িকা। সে ভাবনাও নিজের অনাগত সন্তানকে আবর্তন করেই। মাহি লিখেছেন— ‘একদিন আমি গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করব। তাকে জড়িয়ে ধরে একটা ছবি তুলব ইনশাআল্লাহ’। এ পোস্ট দিয়ে মাহি এক নম্বর দিয়ে লিখেছেন— ‘প্রেগনেন্সি ইউশ নাম্বার’। এই নম্বর লেখা দিয়ে মাহি বোঝালেন সন্তান জন্মের আগে আরও কিছু ইচ্ছের কথা প্রকাশ করবেন। তবে প্রথমটি হলো প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা।উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি মা হওয়ার কথা তার ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেন মাহিয়া মাহি।
প্রসঙ্গত, ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। গেল বছরের ২৩ মে নায়িকা জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিয়েবিচ্ছেদ করছেন। গত বছরের সেপ্টেম্বরে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন।