৪৫ মিনিটেই শেষ আইফোন ১৪ প্রো সিরিজের সব ফোন!

দুবাই মলে বিক্রি শুরুর মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে সমস্ত আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ডিভাইসগুলো। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে বিক্রি শুরু হয় আইফোন ১৪ প্রো সিরিজের ফোনগুলো। এদিন নতুন আইফোন ১৪ হাতে পেতে দোকানের বাইরে শত শত মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অ্যাপল স্টোরের কর্মীরা মলের প্রবেশদ্বারে সারিবদ্ধ হয়ে সকাল ৮টা বাজার অপেক্ষা করছিলেন এবং দুবাই মলে স্টোরের ভিতরে প্রথম ক্রেতাদের স্বাগত জানাচ্ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতে আইফোন-১৪ এর দাম ধরা হয়েছে ৩,৩৯৯ দিরহাম, আইফোন-১৪ প্লাস এর দাম ৩,৭৯৯ দিরহাম, আইফোন-১৪ প্রো এর মূল্য ৪,২৯৯ দিরহাম এবং আইফোন-১৪ প্রো ম্যাক্সের দাম ধরা হয়েছে ৪,৬৯৯ দিরহাম। গত ৭ সেপ্টেম্বর আইফোন-১৪ প্রো সিরিজের মোবাইল ফোন সেটগুলো আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেয় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই সিরিজের ফোন সেটগুলো প্রথম যে কয়টি দেশে ছাড়া হয়, সংযুক্ত আরব আমিরাতও তার মধ্যে একটি। সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *