১০ কোটির মাইলফলক স্পর্শ শাকিব-বুবলীর ‘দিল দিল’

১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে ‘দিল দিল’ গানটি। শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির এ গানটি প্রকাশের পরপরই আলোচনায় চলে আসে। ২০১৬ সালে ১২ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বসগিরি’। একই বছরের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল’ ইউটিউবে প্রকাশিত হয়। গানটির শুটিং হয়েছিল থাইল্যান্ডে। ‘দিল দিল’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। ‘বসগিরি’ দিয়েই ঢালিউডে অভিষেক বুবলীর। সেই ছবির গান ‘দিল দিল’ ১০ কোটির মাইলফলক স্পর্শ করায় উচ্ছ্বসিত তিনি। বুবলী বলেন, ‘সত্যিকার অর্থে আমার কাছে খবরটি অন্য রকমের ভালো লাগার।

ছবির পরিচালক, প্রযোজক ও গানটির গীতিকার, সুরকার, গায়ক-গায়িকা ও কোরিওগ্রাফারের কাছে ভীষণ কৃতজ্ঞ। কারণ, তাদের কারণেই এত সুন্দর একটি গানের অংশ হয়ে দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি।’ উল্লেখ্য, ‘বসগিরি’ ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ছবির ‘দিল দিল’ গানে কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। গানের কথা লিখেছেন কবির বকুল এবং কম্পোজ করেছেন শওকত আলী ইমন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *