জিল্লুর রহমান জয় : রাজশাহী মহানগরীর হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার বেলা ১১ টায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন, রাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। সম্মানীত অতিথি ছিলেন, সাবেক প্রধান শিক্ষক সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম। এবার রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৫ এসএসসি পরীক্ষার্থী ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। বিজ্ঞান বিভাগ থেকে ১১ জন ও মানবিক বিভাগ থেকে ২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ করবে। ২০২২ সালের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।