সুইডেন যাচ্ছে বাঘার পেঁপে-পেয়ারা-বরই

বাঘা প্রতিনিধি : ইতালির পর এবার সুইডেন যাচ্ছে রাজশাহীর বাঘায় উৎপাদিত রপ্তানি উপযোগী বিভিন্ন ফল। কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে উৎপাদিত এসব ফলের মধ্যে, প্রথম চালান সুইডেনে পাঠানোর জন্য পেঁপে-পেয়ারা ও বরই রোববার ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল-এ পাঠানো হয়েছে। সেখান থেকে মোড়কজাত করে সুইডেনে পাঠানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার(১৯ জহানুয়ারি) প্রথম চালান ইতালিতে বাঘার পেয়ারা-বরই পাঠানো হয়েছে। গত মৌসুমে এখানকার ৩০ টন আম ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা সফিউলাহ সুলতান জানান, রোববারবিকেলে উপজেলার পাকুড়িয়া গ্রামের শফিকুল ইসলামের সাদি এন্টারপ্রাইজের কার্যালয় থেকে ১০০ কেজি পেঁপে, ১০০ কেজি পেয়ারা এবং ৫০ কেজি বরই(বলসুন্দরি) সুইডেনে রপ্তানির জন্য ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় শ্যামপুর সেন্ট্রাল প্যাকিং হাউজে পাঠানো হয়।

সেখানে পেঁপে-পেয়ারা ও বরই মোড়কজাতের পর ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে সোমবার(২৩ জানুয়ারি) সুইডেনে পাঠানো হবে। পেঁপেগুলো সবজি হিসেবে খাওযার জন্য রপ্তানি করা হচ্ছে। পাঁকাও খাওয়া যাবে। এর আগে গত বৃহসপতিবার (১৯ জানুয়ারি) ঢাকার আরেক রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে এক টন পেয়ারা ও ১০০ কেজি থাই বরই ইতালিতে পাঠানো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উপজেলা থেকে আমের পাশাপাশি অন্যান্য ফল এবং সবজি বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান কৃষি কর্মকর্তা।

রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারি রেজাউল করিম কল্লোল জানান,সোমবার(২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় যাত্রীবাহি বিমানে পেঁপে-পেয়ারা ও বরই সুইডেনে পাঠানো হবে। সাদি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম জানান, এবার ৫০ বিঘা জমিতে পেয়ারা ও ৫০ বিঘা জমিতে বরই ও ২বিঘা জমিতে গ্রীণ পেঁপে চাষ করেছেন তিনি। এর মধ্যে উপজেলার চরাঞ্চলের পলাশীর প্রামে ৩০ বিঘা জমি ইজারা নিয়ে পেয়ারা ও পেঁপে চাষ করেছেন। প্রতিটি গাছ থেকে ৫০কেজি পেঁপে সংগ্রহ করা যাবে।

জমি লিজসহ বিঘা প্রতি খরচ পড়ে ৪০ হাজার টাকা। বিঘাপ্রতি পেয়ারা চাষে খরচ হয় ৫০ হাজার টাকা। বর্তমানে বরইয়ের চেয়ে পেয়ারার বাজার ভালো। খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা ৬০ টাকা আর জাতভেদে প্রতি কেজি বরই ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় ১৫০ হেক্টর জমিতে বরই এবং ৩০৪ হেক্টর জমিতে পেয়ারা ও ৭৪ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ বরই-পেয়ারা চাষ হয়েছে পদ্মার চরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *