সিংড়ায় প্রাণী সম্পদ অধিদপ্তরের ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন

রাজু আহমেদ, নাটোরঃ নাটোরের সিংড়ায় (এনইটিপি ২)এর অর্থায়নে উপজেলার খাজুরা ইউনিয়নের শোয়াইর কালি মন্দির মাঠে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে শুরু করে সকাল ১০টা পর্যন্ত এ ভ্যাক্সিনেশন কার্যকম চলমান থাকে। এসময় হাঁস মুরগি গরু ছাগল ও মহিষের খামারিদের উপস্থিতিতে তাদের পশু পাখির ভাইরাস জনিত রোগব্যাধী ও চিকিৎসা সম্পর্কিত দিক নির্দেশনা নিয়মিত কৃমিনাশক ও টিকা প্রদানে উদ্বুদ্ধ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল উদ্যোগেউপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম ইফতেখারুল ইসলামের সার্বিক তত্ববধানে উক্ত ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন,প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা আশিকুজ্জামান,প্রানিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার, ভিএফএ নাদিম মাহামুদ ,এলএফএ আনন্দ কুমার মাহাতো সহ সংশ্লিষ্ট ইউনিয়নের এলএসপি এবং ভ্যাক্সিনেটর গন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল জানান, এনএটিপি র অর্থায়নে পরিচালিত এ ভ্যাক্সিনেশন কাযক্রমে খামারিদের আগ্রহ ও উপস্থিতি চমৎকার ছিল। প্রায় ৪৫ টা মহিষ, ৫০০ গরু বাছুর, ৭০০ ছাগল ভেড়া ও ১৬০০ হাঁস মুরগিকে টিকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *