এতোদিন আলোচনা ছিল সাকিব আল হাসানের আইপিএল খেলতে যাওয়ার ছাড়পত্র নিয়ে। তবে আইরিশদের বিপক্ষে টেস্ট না খেলে আইপিএলে পাড়ি জমাতে পারেননি সাকিব। তাই কলকাতার হয়ে আইপিএলের শুরুটা যেমন মিস করেছেন সাকিব, তেমন শেষটাও মিস করবেন এই তারকা অলরাউন্ডার। কারণ, বাংলাদেশ দল তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
৯ থেকে ১৪ মে অনুষ্ঠিত হবে এই সিরিজ। তার আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে ২৮ মে। ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮ বাংলা’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সাকিবকে প্রস্তাবটা দিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্সই। দলটি বলেছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, তাই সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে।
তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। সাকিব চাইলে কেকেআর বাধ্য থাকত তাকে খেলাতে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, দলের সাথে সম্পর্ক বিবেচনায় সাকিবও নাকি কেকেআরের অনুরোধ মেনে এবারের আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি নাকি যেটুকু সময় পাবেন তাতে কেকেআরের জার্সিতেই খেলতে চান। তবে এ বিষয়ে সাকিব কিংবা কলকাতা নাইট রাইডার্স কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সূত্র: নিউজ ১৮ বাংলা