শ্রাবন্তীকে বিয়ে করবে অঙ্কুশ

কয়েকদিন ধরে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের কথা আলোচনা হচ্ছে। ১২ বছরের প্রেমের পরেও কেনো তারা সামাজিকভাবে বিয়ে করছেন না- প্রত্যেকের একই প্রশ্ন। শুধু ভক্ত-অনুরাগী নন, বন্ধু, সহকর্মী, বড়দেরও একই প্রশ্ন। সব মিলিয়ে নিজেদের বিয়ে নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করে কার্যত সবার প্রশ্নের মুখে পড়েছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের একটি পোস্ট বেশ চমকেই দিয়েছিল তাদের ভক্তদের। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’

উল্লেখ্য, অঙ্কুশের জন্মদিন আর ভালোবাসা দিবস একই দিনে। ফলে এই দুটি উৎসব উদযাপনে মাতেন অঙ্কুশ। আর সবসময়েই তার সঙ্গী হন ঐন্দ্রিলা। কিন্তু এ বছর কী সব ওলটপালট? সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও পোস্ট করেছেন অঙ্কুশ। সেখানেই জানা গেল, কেবল অনুরাগীরা নন, অঙ্কুশ ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে চিন্তিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, তৃণা সাহা আর শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাই জানতে চাইছেন, ঠিক কী হয়েছে এই যুগলের মধ্যে?

অঙ্কুশ ঐন্দ্রিলার সম্প্রতি পোস্ট করা ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তী জানতে চাইছেন, কবে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন তারা? ১২ বছরের বেশি তাদের সম্পর্ক। প্রশ্নে জর্জরিত রিয়েল লাইফ কাপেল। শেষ পর্যন্ত অঙ্কুশ মুখ ফস্কে বলেই ফেললেন, ‘সবার এক প্রশ্ন! আমার অবিবাহিত থাকা নিয়ে যদি শ্রাবন্তীর এতো সমস্যা হয় তাহলে ও আমায় বিয়ে করে নিক না! আমার কোনো সমস্যা নেই’। কথাটা বলেই অঙ্কুশ বুঝলেন, মারাত্মক ভুল করে ফেলেছেন! ঐন্দ্রিলার রাগী দৃষ্টি পেরিয়ে তাই ছুটে পালালেন ঘর ছেড়ে।

এ সব ভিডিও থেকে আঁচ করা যায়, এর সঙ্গে যোগ রয়েছে পর্দার। অনুরাগীরা অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন, নতুন কোনো সিনেমা আসতে যাচ্ছে। হয়তো সেটারই প্রচারের অভিনয় কায়দা এটি। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ অভিনেতা অভিনেত্রীরও। প্রত্যেককে উদ্বেগে রেখেই অঙ্কুশ ঐন্দ্রিলার থেকে বার্তা, সত্যিটা জানা যাবে ১৪ তারিখ। যে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *