রাজধানীর শ্যামপুরে স্বামীর সঙ্গে কলহের জেরে শারমিন আক্তার (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়েছেন। রোববার (২২ জানুয়ারি) সকালে পশ্চিম জুরাইন তোলাবাগিচা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, আজ সকালে পশ্চিম জুরাইন ভাসানী মঞ্জিল তোলাবাগিচার একটি বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানা গেছে- শারমিন আক্তারের স্বামী একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন। একমাস আগে তাদের বিয়ে হয়। আজ সকালে তাদের মধ্যে ঝগড়ার জেরে শারমিন গলায় ফাঁস নেন। তার স্বামী আল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আল ইসলামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাঠারহাট গ্রামে। স্ত্রীকে নিয়ে শ্যামপুর পশ্চিম জুরাইন তোলাবাগিচা ভাসানী মঞ্জিরের একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।