ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে অস্ত্র সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সেনাদের সবচেয়ে ভালো মুহূর্ত যাচ্ছে। রুশ সেনাদের কাছ থেকে তারা ৬ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, খারকিভে রাশিয়া বড় এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে সীমান্তের ওপারে সেনা তুলে নিয়েছে। যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছে।
কিয়েভ বলেছে, এটার ফলে রাশিয়ার অর্জন সীমিত করা গেছে। সোমবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের সমর্থনে অবশ্যই সহযোগিতা বাড়াতে হবে। রাশিয়াকে পরাজিত করতে এটা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, পশ্চিমা সহায়তায় ইউক্রেন উল্লেখযোগ্য উন্নতি করেছে। ইউক্রেনের সেনারা পদ্ধতিগত পরিকল্পনা অনুসরণ করে কাজ করেছে। যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ ইউক্রেনের পাল্টা আক্রমণে যা প্রয়োজন তার ব্যবস্থা করেছে।
সূত্র: জেরুজালেম পোস্ট