জিল্লুর রহমান জয়: ‘প্রতিবন্ধকতা ভেঙে বাংলাদেশে প্রযুক্তি ও জনস্বাস্থ্যকে এক ছাতার নিচে নিয়ে আসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের আয়োজনে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চাইল্ড হেল্থ রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক ড. সেজুতি সাহা বলেন, প্রযুক্তির সাথে স্বাস্থ্যের সম্পর্ক অনেক। কেননা প্রযুক্তি যতো উন্নত হচ্ছে, গবেষণার ক্ষেত্র প্রসারিত হচ্ছে। এমনকি নিত্য নতুন আবিষ্কার সম্ভব হচ্ছে।
ফলে বিভিন্ন রোগ শনাক্ত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।অনুষ্ঠানে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক তানজিমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, মানুষ পরাজিত হওয়ার জন্য জন্ম নেয়নি। প্রতিনিয়ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই মানুষের ধর্ম। বিজ্ঞানের মূল কাজ হলো হৃদয়ের অন্ধকার দূরীভূত করা। এখানে মুখ্য ভূমিকা হলো বিজ্ঞানীদের।