কুড়িগ্রামে রাজারহাটে গ্ল্যামার শোরুমের উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ উপলক্ষে আলোচনা সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে অপু বিশ্বাসকে পেয়ে মেতে ওঠেন দর্শকরা। দেশীয় ইলেক্ট্রনিক্স পণ্য বাজারজাত করার লক্ষ্যে রাজারহাট উপজেলায় গ্ল্যামার শোরুমের উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে শো-রুমের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সকাল থেকে অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা থেকে প্রায় ৩০ হাজার দর্শক ভিড় জমাতে থাকে। বিকাল ৪টায় অপু বিশ্বাস ফিতা ও কেক কেটে রাজারহাট গ্ল্যামার শো-রুমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে গ্ল্যামার গার্ডেনের পক্ষ থেকে কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্ল্যামার গার্ডেনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম (জয়)।
বিশেষ অতিথি ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ইউএনও নূরে তাসনিম, ওসি মো. রাজু সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামান, অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মো. এনামুল হক।
রাজারহাট গ্ল্যামার গার্ডেন শোরুমের মালিক ও প্রেস ক্লাবের সভাপতি এসএ বাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্ল্যামার গার্ডেনের হেড অব দ্য সেলস আজিজুর রহমান, টিভি ও চলচ্চিত্র অভিনেতা হায়দার আলী, উপাধ্যক্ষ সাজেদুর রহমান মণ্ডল (চাঁদ), ইউপি চেয়ারম্যান মো. আব্দুস ছালাম প্রমুখ।
গ্ল্যামার গার্ডেনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম জয়সহ অতিথিরা উপহারস্বরূপ রাজারহাট গ্ল্যামার গার্ডেন শো-রুমের মালিক এসএ বাবলুর হাতে নতুন একটি প্রাইভেটকারের চাবি তুলে দেন। পাশাপাশি প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে প্রেস ক্লাবের জন্য একটি ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি প্রদান করেন।
পরে সন্ধ্যায় কনসার্টে অপু বিশ্বাস ও বিশিষ্ট বাউল শিল্পী শামসেল হক চিশতীসহ জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মধ্যরাত পর্যন্ত প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।