রাজশাহীর বঙ্গবন্ধু কলেজে নবীন বরণ

জিল্লুর রহমান জয়: উৎসবমুখর পরিবেশে এইচএসসি (২০২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিলো রাজশাহীর বঙ্গবন্ধু কলেজ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ মাঠে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। উচ্চ মাধ্যমিক (২০২২-২৩) কোর্স কো অর্ডিনেটর জনাব এমজি আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের সমাজের উন্নয়নের পাশাপাশি দেশকে আলোর পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানান, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জনাব কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, বঙ্গবন্ধু কলেজের গভর্নিং বডির সভাপতি এ.এম.এম আরিফুল হক কুমার। এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *