স্টাফ রিপোর্টার : করোনার অতিমারির সময় রাজশাহীতে চলে কঠোর লকডাউন। বন্ধ হয়ে যায় হোটেল, রেঁস্তোরা। এই পরিস্থিতিতে রাজশাহী ১৯জন নারী উদ্যোক্তা গড়ে তুলেন হোমমেড ফুডস সোস্যাইটি। নগরী বা নগরীর বাইরে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন ছিল এই হোমমেড ফুডস সোস্যাইটির প্রধান কাজ। সেখান থেকে আজ সাফল্যের মুখ দেখছে এই হোমমেড ফুডস সোস্যাইটির সদস্যরা। নানা প্রতিকুলতা পেরিয়ে তারা জয় করেছে স্বপ্ন।
এরই ধারবাহিকতায় রাজশাহীর এই ১৯জন উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয় গ্যান্ডমিট আপ। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে গ্যান্ডমিট আপ ও বিভিন্ন ধরনের খাবার প্রদর্শনী এবং দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জেএসএম জাফরুল্লাহ।
অতিথি ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহীর স্বানমধন্য ডেভেলপার প্রতিষ্ঠান আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রশিক্ষক ডেনিয়েল গোমেজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জেএসএম জাফরুল্লাহ বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। সে জন্য আজ নারী জাগরণের বাণী চারদিকে। এক সময় নারীরা ঘরে বসে সময় পার করতেন। কিন্তু বর্তমান সময়ে নারীরাও মানুষের জন্য সমাজের জন্য বা নিজের জন্য কিছু করতে শিখেছে।
যার জ¦লন্ত উদাহরণ রাজশাহীর এই ১৯ উদ্যোক্তা। তিনি বলেন, আশা করছি এই ১৯ উদ্যোক্তার খাবারের স্বাদ শুধু রাজশাহীর মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ পবে। এরআগে বিভিন্ন খাবারের স্টল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।