জিল্লুর রহমান জয়: রাজশাহী মহানগরীতে ৭৮ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, সুমন (৩২) ও তার স্ত্রী মনিকা বেগম রঙ্গিলা (২৬)। সুমন মতিহার থানার চরশ্যামপুর এলাকার আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, গত রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চরশ্যামপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে হেরোইন ও ইয়াবা বিক্রি করছে।
বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের ওই টিম দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মনিকা ও সুমনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭৮ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।