জিল্লুর রহমান জয় : রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি’র সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, সারা দেশের ন্যায় রাজশাহী বিভাগেও করোনার চতুর্থ ডোজ চলমান রয়েছে। এ সময় তিনি নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেন।
খাদ্য সংগ্রহের পরিমাণগত ও গুণগতমান সন্তোষজনক উল্লেখ করে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ১ লক্ষ ৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত মিলারদের সাথে ৮৫ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে ৭৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন ফসল উৎপাদনে এ বছর রাজশাহী বিভাগে তিন লক্ষাধিক কৃষককে বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করা হয়েছে।
সরিষার উৎপাদন ৫০% বেশি হওয়ায় ভোজ্য তেলের চাহিদার কিছু অংশ স্থানীয়ভাবে পূরণ সম্ভব হবে বলে সভায় কৃষি বিভাগের পক্ষে আশা প্রকাশ করা হয়। ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিভাগীয় কমিশনার কার্যালয়সমূহের মধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় সারাদেশে প্রথম হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানান।