স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) পরিচয় দিয়ে যানবাহন তল্লাশী করার সময় দুই ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি রিফ্লেকটিং ভেস্ট ও একটি ক্যাপ উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, গোলাম রসুল রনক (৩৫) ও ওহিদুল শেখ অপু (৩২)। রনক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকার আবুল কালাম আজাদের ছেলে ও অপর আসামি অপু সাগরপাড়া বটতলা এলাকার জয়নাল আবেদীন শেখের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার (৪ সেপ্টেম্বর) রাতে কাটাখালী থানার এএসআই জয়নাল আবেদীন ও তার টিম থানা এলাকায় রাত্রীকালীন টহল ডিউটি করছিলো। রাত ১টায় কাটাখালী থানা পুলিশের ওই টিম দেখতে পায় কাটাখালী থানার চৌমহনী বাজারে একজন পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও অন্য জন পুলিশের ফিল্ড পরিধান করে টাংগনগামী বিভিন্ন যানবাহন থামানোর চেষ্টা করছে। পুলিশের গাড়ি দেখে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত কাটাখালী বাজারের দিকে পালিয়ে যায়।
ঘটনাটি বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পেরে মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামের দিকনির্দেশনায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম কাটাখালী বাজারের তিন রাস্তার মোড়ে রাত দেড় টায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ আসামি গোলাম রসুল রনক ও ওহিদুল শেখ অপুকে আটক করে। এ সময় আসামিদের কাছ থেকে একটি পুলিশের ব্যবহৃত একটি রিফ্লেকটিং ভেস্ট ও একটি ফিল্ড ক্যাপ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানিয়েছে, তারা পুলিশের রিফ্লেকটিং ভেস্ট ও ফিল্ড ক্যাপ পড়ে টাংগন ও চৌমহনি এলাকায় লোকজনকে পুলিশের পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) কর্মকর্তা পরিচয় দেয়। প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন যানবাহনের কাগজ পরীক্ষা করার জন্য যানবাহন থামানোর চেষ্টা করছিলো। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।