রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

জিল্লুর রহমান জয়: রাজশাহীতে পুলিশের অভিযানে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকও। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এটি নিয়মিত অভিযানের অংশ বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রফিকুল আলম বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৭ জন, রাজপাড়া থানা ২২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, শাহ মখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও মহানগর ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের  মধ্যে সাত জন ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযানে ৭ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *