রাজশাহীতে নির্বাচন উপলক্ষে আরএমপি পুলিশ কমিশনারের ব্রিফিং

জিল্লুর রহমান জয়: রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন ডিউটিতে দায়িত্ব পালণকারী অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং করেছেন পুলিশ কমিশনার। রোববার সকাল ৯ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে এ নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়। আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এ ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন উপলক্ষে রাজশাহী সাধারণ-৩ এর ভোট গ্রহণ ‘পবা উপজেলা পরিষদ’ ভোটকেন্দ্র অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা হতে বিরতিহীনভাবে বিকেল ২ টা পর্যন্ত পবা উপজেলা পরিষদ ভোটকেন্দ্র ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রসমূহে পুরা পোষাকে ও সাদা পোষাকে পুলিশ দায়িত্ব পালন করবে।

এছাড়াও তিনি উক্ত নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ভোটকেন্দ্র নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র উধ্বর্তন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *