স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে দুই কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিপুর গ্রামের শাজাহান আলীর ছেলে ওবায়দুর রহমান (২৬) ও বগুড়া সদর উপজেলার নামাজগড় ডালপট্টি গ্রামের মৃত নিমাইচন্দ্রের ছেলে প্রদীপ কুমার (৪৫)। রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন আমচত্বর থেকে নওগাঁগামী রোড ওমরপুর গ্রামস্থ পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৩ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইনসহ ১টি সাদা মাইক্রোবাসযোগে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা হতে শাহমখদুম থানাধীন আমচত্বর হয়ে নওগাঁ রোডের দিকে আসছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরী শাহমখদুম থানাধীন আমচত্বর হতে নওগাঁগামী রোড ওমরপুর গ্রামস্থ রাস্তার পশ্চিম পার্শ্বে মাহিদ্রা গাড়ীর শো-রুমের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।
চেকপোষ্ট পরিচালনাকালে একই তারিখ উক্ত ঘটনাস্থলে ১ টি সাদা রংয়ের মাইত্রোবাস আসলে থামানোর সংকেত দেওয়ামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই ২ জনকে মাইক্রোবাসসহ আটক করা হয় এবং অপর ১ জন মাইক্রোবাসের দরজা খুলে কৌশলে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। পরে তার পরিচয় পাওয়া যায়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা বগুড়া হতে মাইক্রোবাস নিয়ে রাজশাহী আসে হেরোইন সংগ্রহ করতে। রাজশাহীর গোদাগাড়ী হতে হেরোইন সংগ্রহ করে তারা জামালপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ হেরোইন সরবরাহ করে থাকে এবং ইতিপূর্বে আরো কয়েকবার এ পন্থায় মাদক সরবরাহ করেছিল বলে জানায়। আসামীগনদের বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।