রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর রাণীবাজার মাদ্রাসা মার্কেট থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি কয়েক ধাপ এগিয়ে গোলচত্বরে এসে শেষ হয়।
স্থানীয়রা জানান, নগরীর মাদ্রাসা মার্কেট থেকে কয়েকজন যুবক এসে মিছিল শুরু করে। গোলচত্বরের কাছে এসে শেষ হয়ে যায়। সেখানে তারা পাঁচ মিনিটেরর মতো সমাবেশ করে। এরপর তারা দ্রুত যে যার মত আশপাশের গলিপথ দিয়ে মোটরসাইকেলে উঠে চলে যান।
খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশের একটি টহল দল ওই এলাকা থেকে ছাত্রশিবির সন্দেহে চারজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রানীবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। তবে টহল পুলিশ সেখানে পৌঁছার আগেই ছাত্রশিবিরের নেতা কর্মীরা পালিয়ে গেছেন। এরপর ওই এলাকা থেকে চারজনকে শিবির সন্দেহে আটক করে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।