জিল্লুর রহমান জয়: রাজশাহী মহানগরীতে ১৪২ পিস ইয়াবাসহ মাঃ মুস্তাকিম (১৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচয়াভাটা গ্রামের ইসরাফিল হকের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন কেচুয়াতুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহী মহানগরীরর চন্দ্রিমা থানাধীন কেচুয়াতুল এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে করে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুস্তাকিমকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত আলামত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।