রাজশাহীতে অংশীজনের সমবায় বিভাগের সভা অনুষ্ঠিত

জিল্লুর রহমান জয়: রাজশাহী মহানগরীতে অংশীজনের অংশগ্রহণে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার বিভাগের সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা ১১টায় বিভাগীয় সমবায় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক (অ:দা) মো. নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা।

উন্মুক্ত আলোচনায় সুবিধাভোগীরা তাদের সমস্যা ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের করণিয় সম্পর্কে প্রশ্ন এবং মতামত তুলে ধরেন। অতিরিক্ত সচিব সেসব সমস্যা সমাধানে পরামর্শ ও আশ^াস প্রদান করেন। সভায় সমবায় বিভাগের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন স্থান থেকে আসা সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *