মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উপজেলার চাঁন্দাশ ইউপির ৬ নং ওয়ার্ডের প্রতিবন্ধি গ্রাম পুলিশ শফিজ উদ্দীন মন্ডলের অবসর জনিত ও ইউপি সচিব বিমল চন্দ্র সরকারের বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁন্দাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদান নবী রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবু, বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি ও মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি বরুন মজুমদার, সদ্য বদলিকৃত চাঁন্দাশ ইউপি সচিব বিমল চন্দ্র সরকার ও অবসরকৃত ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শফিজ উদ্দীন মন্ডল প্রমুখ। এ সময় চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সাধারণ ও মহিরা সদস্য, গ্রামপুলিশ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।