ভক্তদের জন্য ‘তুকু তাকা’ নামের একটি গান প্রকাশ করেছে ফিফা। গানটি প্রকাশ করে ফেসবুকে ফিফা লিখেছে, ‘ফিফা ওয়ার্ল্ডকাপ ফ্যান ফেস্টিভাল অ্যানথেম’। ১৬ ঘণ্টা আগে প্রকাশিত এ গানটি এরইমধ্যে ৩০ লাখ বার শোনা হয়েছে। গানটি গেয়েছেন ত্রিনিদাদের তারকা সঙ্গীতশিল্পী নিকি মোনাজ, কলম্বিয়ার গ্র্যামি জয়ী তারকা মালুমা ও লেবাননের গায়িকা মাইরিয়াম ফেয়ার্স।