বিয়ে করলেন সেলেনা গোমেজ?

সোশ্যাল মিডিয়ায় সেলেনা গোমেজের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে বিয়ের সাজে দেখা গেছে সেলেনা গোমেজকে। এই মার্কিন পপ তারকার ছবিগুলোকে ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি বিয়ে হয়ে গেছে সেলেনা গোমেজের? ভাইরাল হওয়া ছবিগুলোতে সেলেনা গোমেজের পরনের সাদা লেস গাউন নজর কেড়েছে সবার। সাথে ফ্লোরাল ওড়না।

ঠোঁটে লাল লিপস্টিক। সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের সাজে আরও কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে অভিনেত্রীকে সহশিল্পী স্টিভ মার্টিন ও মার্টিন শর্টের সঙ্গে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ‘ক্যাপশন নেই। সাধারণ কর্মমুখর একটি দিন।’ ট্যাগ করেছেন ‘হুলু’ এবং ‘ওনলি মার্ডারস’। জানা গেছে, ছবিগুলো সেলেনা গোমেজের ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ ওয়েব সিরিজের শুটিং-এর ছবি।

ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের শুটিং-এর দৃশ্য এগুলো। শুটিং-এর ছবি হলেও ভক্তরা বিয়ের সাজে সেলেনাকে দেখে মুগ্ধ। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘যেই ব্যক্তি সেলেনাকে বিয়ে করবেন, তিনি হবেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান!’ আরেকজন লিখেছেন, ‘সত্যিকারের বিয়ের সাজে দেখতে চাই।’ সূত্র: ইনকিলাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *