বিমানবন্দর থেকে কৃষ্ণা-শামসুন্নাহারের ডলার চুরি

সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলের দুই সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের ডলার চুরি হয়েছে। নারী ফুটবল দলের আগমনে বিমানবন্দরে দেশের মানুষ যখন তাদের নিয়ে আনন্দ ও উল্লাস করেছে ,ঠিক তখনই এই দুঃখজনক খবর। জানা গেছে, কৃষ্ণার লাগেজ ভেঙে ৯০০ মার্কিন ডলার ও ৫০০০০ টাকা নিয়ে গেছে। অন্য দিকে শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়েছে ৪০০ মার্কিন ডলার।

এর পাশাপাশি কিছু মূ্ল্যবান জিনিসপত্র খোয়া গেছে এই দুই ফুটবলারের। বুধবার রাতে বাফুফে ভবনে লাগেজ আসার পর চুরির ঘটনা দৃষ্টিগোচর হয়েছে ফুটবলারদের। কৃষ্ণা রানী সরকার ফাইনালে নেপালের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন। শামসুন্নাহার জুনিয়র প্রতি ম্যাচেই একাদশে খেলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *