বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা সরকারি প্রাথমিক-শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথিন্দ্রনাথ দত্ত।
উপজেলা সরকারি প্রাথমিক-শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীত কুমার দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সহকারি শিক্ষা কর্তকর্তা আব্দুর মোমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম,
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী মোল্লাহ ও আব্দুল জলিল। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারন সম্পাপদক, নূরুজ্জামান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু , সাধারন সম্পাদক অপূর্ব সাহা, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।