বাঘা প্রতিনিধি : ‘নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে’ এই সব গানের সুর তালে নৌকার মাঝি তার দলবল নিয়ে পদ্মা নদীতে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল নৌকা বাইচে। নানান রঙে নৌকা সাজিয়ে প্রতিযোগী নৌকার মাঝি- মাল্লারাও সাজেন বর্ণিল সাজে। করতাল, খোল, কাশি, বাঁশি ও ঢোঁল সহ নানান বাদ্য যন্ত্র নিয়ে প্রতিযোগীতায় নামেন তারা। বিশেষ ভঙ্গিতে গান গেয়ে লোকজ সংস্কৃতিকে জাগিয়ে তোলেন প্রতিযোগী নৌকার গায়ক দল।
বিজয়ী হতে শ্রষ্টাকে স্মরন করে নৌকার মাঝের অংশে অবস্থান নিয়ে মাল্লারা বৈঠা নিয়ে তালে তালে নৌকাকে এগিয়ে নেন। পিছনে হাল ধরে থাকেন মাঝি। করতালি, হর্ষ ধ্বনি, নৌকা বাইচের লোকজ গান, বাদ্য-বাজনায় মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা। দর্শক ও সমর্থকরা উৎসাহ দিতে নানা ধরনের নৌকা সাজিয়ে মাইক বেঁধে অবস্থান নেন নদীর তীরে। বাঘা উপজেলার বেংগাড়ী এলাকার পদ্মা নদীর পাড়ে তিনব্যাপি নৌকা বাইচের এ মেলার আয়োজন করা হয়।
মেলার দ্বিতীয় দিন শুক্রবার(২১ অক্টোবর) বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম। হুইসেল বাজিয়ে দ্বিতীয় দিনের হাত বৈঠা নৌকা বাইচ প্রতিযোগিতার সূচনা করেন প্রতিমন্ত্রী। এসময় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক অঙ্গনসহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদলের দলনেতার হাতে পুরুস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানি পৌর মেয়র মুক্তার হোসেন,আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু,অধ্যক্ষ নছিম উদ্দীন, ওয়াহিদ সাদিক কবীর, মাসুদ রানা তিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমানসহ আয়োজক কমিটির সদস্যগন।