বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে কিরাত প্রতিযোগিতা। সোমবার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে ‘ক’ এবং ‘খ’ গ্রুপের প্রথম পর্বের কিরাত প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপে অংশ গ্রহণ করে ০৬-১৩ বছর বয়সের শিক্ষার্থীরা এবং ‘খ’ গ্রুপে ১৩-১৬ বছর বয়সের শিক্ষার্থীরা।
ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির মাতা-পিতার নামে প্রতিষ্ঠিত সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর এই কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রথম রাউন্ডে ‘ক’ এবং ‘খ’ গ্রুপ থেকে ২০ জন করে সেরা ৪০ জন প্রতিযোগীকে তৃতীয় পর্বের জন্য বাছাই করা হয়। তৃতীয় রাউন্ডে ৪ জন করে দুই গ্রুপের ৮ জন প্রতিযোগী নির্বাচন করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে শেষ হবে সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতা-২০২৩।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সালেহা ইমারত কিরাত প্রতিযোগিতায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. মাহাবুবুর রহমান এবং প্রভাষক জিল্লুর রহমান।
উক্ত কিরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন সোনাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজ জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান, বাগমারা থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী ইউনুস আলী। ফলাফল সংগ্রহ ও প্রস্তুত কমিটির দায়িত্বে রয়েছেন ভটখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রমজান আলী, যাত্রাগাছি ফাযিল মাদ্রাসার প্রভাষক বুলবুল হোসাইন।
পরিচালনা কমিটির সদস্য সালেহা ইমারত কোল্ড স্টোরেজের জিএম নাদিরুজ্জামান, ব্যবস্থাপক (হিসাব) সোহরাব হোসেন মাসুম, ইসলামিক ফাউন্ডেশনের মাহাবুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তর একডালা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোফাজ্জল হোসেন প্রমুখ।