‘বাংলার কিংবদন্তি’ সম্মাননা পেলেন শ্রীলেখা

ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার ‘দ্য লিজেন্ড অব বেঙ্গল’ সম্মাননা পেলেন। শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে শ্রীলেখাকে এই সম্মান জানানো হলো।

সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিন্দুকদের কটাক্ষ করতেও ছাড়েননি। ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘আমি নাকি লিজেন্ড অব বেঙ্গল! নিন্দুকরা শুনছো, শুনছেন?’

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘খবরটা পেয়ে প্রথমে খুব অবাক হই। তবে বেশ ভালো লাগছে। যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব শ্রীলেখা। নানা সময়ে, নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে তার পরিতালিত ছবি ‘এবং ছাদ’ না থাকায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *